জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে আজ আইনের শাসন নেই। দেশে এখন চলছে দলীয়করণ, ঘুষ ও দুর্নীতি বাণিজ্য। ঘুষ দিয়ে চাকরি নিতে হয়। ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। বাংলাদেশ এখন ঘুষরাজ্যে পরিণত হয়েছে।
বুধবার বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের নবনির্বাচিত আহ্বায়ক সৈয়দ আবুল হোসেন বাবলা ও সদস্য সচিব জহিরুল ইসলাম রুবেলের গণসংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, বর্তমানে দেশে জনগণের জানমালের কোন নিরাপত্তা নেই। মানুষের মৌলিক অধিকার দেশ থেকে বিদায় নিয়েছে। মানুষ টাকা-পয়সা নিয়ে রাস্তায় চলাফেরা করতে পারছে না। সরকার মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।
তিনি সমাজকল্যাণ মন্ত্রীকে সিগারেটমন্ত্রী উল্লেখ করে তার কঠোর সমালোচনা করেন।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফ উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ প্রমুখ।