নগরীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

las-picসিলেট নগরীর পাঠানটুলায় সৈয়দ আমজাদুল হক (২৫) নামের যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি নোয়াখালী জেলার সেনবাগ থানার সৈয়দ মুজিবুল হকের ছেলে। পেশায় সে ইলেকট্রিক মিস্ত্রি। বুধবার সকাল ১১টায় পাঠানটুলাস্থ আহাদ ভিলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ওই বাসায় ভাড়াটিয়া বাসিন্দা । আহাদ ভিলার দ্বিতীয় তলায় তার একটি কোচিং সেন্টার রয়েছে। ওই কোচিং সেন্টারের পাশের একটি রুমে আমজাদুল থাকত। বুধবার সকাল ৯টায় শিক্ষার্থীরা কোচিং সেন্টারে পড়তে এসে আমজাদুলের ঝুলন্ত লাশ দেখে তাকে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

Developed by: