
‘ওয়াকা ওয়াকা’ গায়িকা শাকিরা দ্বিতীয়বার মা হওয়ার বাসনার বাস্তবায়নের রূপের বিষয়টি নিশ্চিত করেছেন। ফুটবল স্টার গেরার্ড পিকিউয়ে-কেই সঙ্গী করে এর আগে শাকিরা প্রথম পুত্র সন্তানের (১৯ মাস বয়সী মিলান) জন্ম দিয়েছিলেন।
আগেই ৩৭ বছর বয়সী এই গায়িকা স্বীকার করেছিলেন তিনি ফুটবল স্টার গেরার্ডকে সঙ্গী করে অনেক সন্তান লাভ করতে চান। নিজের ফুটবল দল গঠন করতে গেরার্ডকে নিয়ে শাকিরা আট থেকে নয়টি সন্তান লাভ করতে চান।