বাসিয়া

2-09সুরমা নদীর শাখা নদী বাসিয়া। সুরমা নদী সদর থানার টুকেরবাজারের পাশে মাসুকগঞ্জবাজারের মুখ দিয়ে বাসিয়া নদীর গতিধারা শুরু। কান্দিগাঁও ইউনিয়ন দিয়ে বাসিয়া নদীর যাত্রা শুরু হয়ে মোল্লারগাঁও, তেতলী, কামালবাজার ও লালাবাজার ইউনিয়নের মধ্য দিয়ে বিশ্বনাথে যাত্রা শুরু করে। বাসিয়া নদীই স্থানীয় জনগণের কাছে ‘বাইয়া নদী’ নামে পরিচিত। গতিশীল এ নদীটি দিন দিন ভরাট হচ্ছে এবং তার প্রস্থ হারাচ্ছে। বছরের প্রায় অর্ধেক সময় বাসিয়া নদী শুকনো থাকে। বাসিয়া নদীর পানি দিয়ে উভয় পারে কৃষকরা শাকসবজি চাষ করে থাকেন।

বড়ভাগা
বড়ভাগা দণি সুরমার জালালপুর ইউনিয়নের খতিরা টাকিরমুরায় বড়ভাগা পৃথক হয়েছে বুড়ি বরাক থেকে। প্রতœতত্ত্ববিদ কমলাকান্ত গুপ্তের মতে প্রাচীন বাঘার খালই’ বড়ভাগা নদী। এই নদীকে ‘বড়ভাঙ’ এবং কেউ কেউ ‘বড় অভাগা’ বলেও ডাকেন। বড়ভাগা নদী লালাবাজার ইউনিয়নের ফরিদ মৌজায় আবদাল খাল নামে পরিচিতি লাভ করে। পরবর্তীকালে আমিতি নদী নামে বিশ্বনাথের দিকে যাত্রা করে।

Developed by: