বিন্দুর বিয়ের ঘোষণা

1409150825মডেল অভিনেত্রী রুহির বিয়ের খবরের পরপরই অভিনেত্রী বিন্দু নিজের বিয়ের ঘোষণা দেন তার ফেসবুকে। তার প্রেমিকের ছবি সম্বলিত একটি ছবি পোস্ট করে জানান যে, নিজের পছন্দের মানুষটিকে তিনি খুঁজে পেয়েছেন।
এদিকে নিজের বিয়ের প্রস্তুতির জন্য অভিনয়ের ব্যস্ততাও কমিয়ে দিয়েছেন বিন্দু। পাত্র একজন গার্মেন্টস ব্যবসায়ী। তবে নিজেদের ছবি পোস্ট করার পরদিনই আবার সেই পোস্ট মুছে দেন তিনি। নিজের বিয়ে প্রসঙ্গে বিন্দু বিনোদন প্রতিদিনকে বলেন, ‘আমি আগেও বলেছি বিয়ের কোনো ঘটনায় কখনো লুকোচুরি করব না। তাই করিনি। সবাইকে জানিয়েই সবার আশীর্বাদ নিয়েই নতুন জীবন শুরু করতে চাই।’
উল্লেখ্য, এর আগে দীর্ঘদিনের প্রেমসূত্রে অভিনেতা আরেফিন শুভর সাথে তার বিয়ের কথাও চাউর হয়েছিল।

Developed by: