
লর্ড আসক্রফট পরিচালিত জরিপের আওতায় টিউলিপের আসন বৃহত্তর লন্ডনের হ্যামস্টেড ও কিলবার্নও রয়েছে। এক হাজার ভোটারের ওপর পরিচালিত জরিপে টিউলিপ ৪৮ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রার্থী টোরি সায়মন মার্কাস পেয়েছেন ৩২ শতাংশ ভোটারের সমর্থন। অন্য দিকে লিবারেল ডেমোক্র্যাট দলীয় প্রার্থী মাজিদ নেওয়াজ পেয়েছেন ১০ শতাংশ ভোটারের সমর্থন। ২০১০ সালের পার্লামেন্ট নির্বাচনে লেবার দলীয় প্রার্থী গ্লেন্ডা জ্যাকসন মাত্র ৪২ ভোটের ব্যবধানে হ্যামস্টেড ও কিলবার্নের এ আসনে জয়ী হন।
লর্ড আসক্রফটের জরিপ প্রতিবেদনে জানানো হয়, গত পার্লামেন্ট নির্বাচনে কনজারভেটিভ পার্টির প্রাপ্ত ভোটের ৮ দশমিক ৫ শতাংশ এবার টিউলিপকে সমর্থন দিচ্ছে।