মন্ত্রীসভা থেকে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীকে বরখাস্ত করার দাবি

9-4সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী এমপি’র চরম অশ্রাব্য ভাষার বক্তব্যে ক্ষোভে ফুঁসছে সিলেটের সাংবাদিক সমাজ। মন্ত্রীর বক্তব্যকে সবদিক থেকেই অগ্রহণযোগ্য, অনভিপ্রেত এবং অসদাচরণ বলে মন্তব্য করছেন সিলেটের সাংবাদিক নেতৃবৃন্দ। বিভিন্ন সাংবাদিক সংগঠনও মন্ত্রীর এমন অশ্লীল বক্তব্যে ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এমনকি সমাজকল্যাণমন্ত্রীর নির্ধারিত সংবাদ সম্মেলন অনুষ্ঠানও বর্জন করেন সাংবাদিকরা। তাছাড়া মন্ত্রীসভা থেকে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীকে বরখাস্ত করার দাবিও উঠেছে।

শনিবার বিকেলে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে সিলেটে আয়োজিত এক আলোচনা সভায় সাংবাদিকদের কটাক্ষ করে যে অশালীন, অগ্রহণযোগ্য বক্তব্য রেখেছেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী, তার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে সিলেটের সর্বস্তরের সাংবাদিক সমাজ। সাংবাদিকদের বিভিন্ন সংগঠনও তীব্র নিন্দা জানিয়েছে মন্ত্রীর এমন বক্তব্যে।

সিলেট অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন (সজা), সিলেট ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা), টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন সিলেট, অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট (অজাস), ফটো জার্নালিস্ট এসোসিয়েশন প্রমুখ সংগঠন সমাজকল্যাণমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।

সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতিতে সমাজকল্যাণমন্ত্রীর বক্তব্যকে চরম পর্যায়ের অশালীন, কুৎসিত, অনাকাঙ্খিত ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। তারা বলেন- সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মতো একটি দায়িত্বশীল মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েও সৈয়দ মহসিন আলী যে চরম দায়িত্বহীন বক্তব্য রেখেছেন, তা সাংবাদিক সমাজের জন্য চরম আঘাত। মন্ত্রীর এমন বক্তব্য শুধু সিলেটের সাংবাদিকদেরই নয়, গোটা বাংলাদেশের সাংবাদিকদেরকেই আঘাত করেছে, আহত করেছে। একজন মন্ত্রীর কাছ থেকে এমন বক্তব্য কিছুতেই আশা করা যায় না মন্তব্য করে সাংবাদিক নেতৃবৃন্দ মন্ত্রীসভা থেকে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর বরখাস্তের দাবি তুলেন।

এদিকে শনিবার বিকেলে সমাজকল্যাণমন্ত্রী সাংবাদিকদের বিষেদ্গার করে অশ্লীল, অগ্রহণযোগ্য বক্তব্য দেয়ার প্রতিবাদে, আদিবাসী দিবসের আলোচনা শেষে মন্ত্রীর নির্ধারিত সংবাদ সম্মেলন বয়কট করেন সিলেটের সাংবাদিকরা।

Developed by: