মোহাম্মদ আখতারুজ্জামান রাজু

2-21শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান রাজু দণি সুরমার সিলাম ইউনিয়নের মনজলাল গ্রামে ১৯৭৭ খ্রিস্টাব্দের ৪ মে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোহাম্মদ শামসুজ্জামান। আখতারুজ্জামান জালালপুর হাইস্কুল থেকে ১৯৯২ খ্রিস্টাব্দে এস.এস.সি, সিলেট এম.সি কলেজ থেকে ১৯৯৪ খ্রিস্টাব্দে এইচ.এস.সি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ খ্রিস্টাব্দে অর্থনীতিতে বি.এস.এস (সম্মান) এবং ১৯৯৮ খ্রিস্টাব্দে এম.এস.সি ডিগ্রী লাভ করেন। তিনি ২০০১ খ্রিস্টাব্দের ফেব্র“য়ারি মাসে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির লেকচারার হিসেবে যোগদান করেন। ২০০৭ থেকে ২০০৮ খ্রিস্টাব্দ পর্যন্ত জার্মান সরকারের বৃত্তি নিয়ে জার্মানির বার্লিন থেকে ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেবলপমেন্ট ইকনমিক্স বিষয়ে এম.এ ডিগ্রি অর্জন করেন। অতঃপর জন এফ কেনেডি ইনস্টিটিউট বার্লিনে এক বছর গবেষণা করেন। বর্তমানে তিনি শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

Developed by: