সাংবাদিকদের ‘খবিশ’, ‘চরিত্রহীন’ বলে সমালোচিত হওয়া সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় মহসিন আলীর উপস্থিতে তাকে নিয়ে কথা বলেন বৈঠকের সভাপতি প্রধানমন্ত্রী।
মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত একাধিক মন্ত্রী সমাজকল্যাণমন্ত্রীকে সতর্ক করার বিষয়টি নিশ্চিত করেছেন।
অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী তা সামনে থাকা পত্রিকা দেখিয়ে মহসিন আলীকে উদ্দেশ করে রসিকতার ছলে বলেন, ‘আপনাকে নিয়ে এতো লেখালেখি কেন?’
এরপর স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সমাজকল্যাণমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘খবিশ, রাবিশ কাছাকাছি শব্দ। এভাবে খবিশ বলা কোথায় পেলেন?’
উল্লেখ্য, সাংবাদিকদের ‘খবিশ’, ‘চরিত্রহীন’ ও লম্পট বলে গালি দিয়ে তোপের মুখে পড়েন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। নানা কারণে ব্যাপকভাবে সমালোচিত হওয়া এ মন্ত্রী সাংবাদিকদের অশ্রাব্য ভাষায় গালাগাল করেন। গত শনিবার আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় সাংবাদিকদের বিরুদ্ধে অশ্লীল ভাষায় ব্যক্তিগত ক্ষোভ ঝারেন মন্ত্রী।
এক পর্যায়ে তিনি ‘খবিশ’, ‘চরিত্রহীন’ ও ‘লম্পট’ বলে অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করলে উপস্থিত সাংবাদিকরা তার প্রতিবাদ করে অনুষ্ঠান বয়কট করেন।

