লাপাত্তা ওসি আতাউর!

4-4সিলেট কোতোয়ালি থানার বরখাস্তকৃত ওসি আতাউরর রহমানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রবিবার তার বিরুদ্ধে মামলা দায়েরের পর থেকে তিনি ঠিক কোথায় আছেন- সেটা বলতে পারছে কেউই। এমতাবস্থায় ওসি আতাউর কি পালিয়ে গেলেন?- এমন প্রশ্নই ওঠেছে সংশ্লিষ্টদের মধ্যে।তবে ওসি আতাউরের একটি ঘনিষ্ট সূত্র সিলেটভিউ টোয়েন্টিফোর ডটকমকে জানায়- রবিবার রাত প্রায় ৯টার দিকে ওসি আতাউরসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হওয়ার পর, রাত প্রায় ১০টার দিকে একটি মাইক্রোবাসে করে বাড়ি থেকে বেরিয়ে যান আতাউর। এরপর এখনো পর্যন্ত তিনি আর বাড়িতে ফিরেননি।

এদিকে আতাউরের খোঁজে সোমবার কয়েক দফা জকিগঞ্জস্থ তার বাড়িতে হানা দিলেও তার কোনো খোঁজ পায়নি গোয়েন্দা সংস্থার সদস্যরা। সূত্র জানায়- ডিবি পুলিশ ও স্পেশাল ব্রাঞ্চের সদস্যরার কয়েক দফা আতাউরের বাড়িতে হানা দিয়েছে।

এদিকে আতাউরের নিজ গ্রামের বাড়ি জকিগঞ্জের নোয়াগ্রামের বাসিন্দারা অভিযোগ করেছেন- আতাউর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হওয়ার সুযোগ নিয়ে গ্রেফতার এড়াতে হয়তো পালিয়ে গেছেন। তারা অভিযোগ করে বলেন- পুলিশের কতিপয় অসৎ সদস্য হয়তো আতাউরকে পালাতে সাহায্য করছেন।

সিলেটে কর্মরত একটি গোয়েন্দা সংস্থার উর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সিলেটভিউ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রবিবার দিবাগত রাত ১০টা থেকে আতাউরের খোঁজ পাওয়া যাচ্ছে না। সে একেবারেই লাপাত্তা হয়ে গেছে। তবে তার অবস্থান জানতে সর্বোচ্চ চেষ্টা চলছে। খুব শীঘ্রই তার অবস্থান সনাক্ত করা সম্ভবপর হবে বলেও তিনি উল্লেখ করেন। –

Developed by: