লালাবাজার ইউপি কার্যালয়ে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

12-2দক্ষিণসুরমা উপজেলার লালাবাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অ্যাকটিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ’এর কারিগরি সহায়তায় এবং ইউরোপিয় কমিশনের অর্থায়নে
সোমবার দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন কলেজ ও স‹ুলশিক্ষার্থী এবং ইউনিয়নের যুবকদের নিয়ে আয়োজিত এ কর্মশালায় সভাপত্বি করেন লালাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. খায়রুর আফিয়ান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণসুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান সরদার।
গ্রাম আদালতকর্মী মো. সাইফ উদ্দিন ও বিলাল হোসেনের পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালাবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ ফয়জুল হোসেন। উপস্থিত ছিলেন ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম মনির, আবদুর রহিম, তজম্মুল আলী, জয়নাল আহমদ, শফিক মিয়া, খোদেজা বেগম, হাসনা বেগম ও নেহারুন নেছা লেবুছিসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।
প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা বলেন, যুবকরা সমাজের প্রাণ। গ্রাম আদালতের সুফলতা বিষয়ক প্রচার-প্রচারণার মূল দায়িত্ব যুবসমাজকেই নিতে হবে। গ্রাম আদালত তৃণণমূল দরিদ্র মানুষের ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে একটি আদর্শ জায়গা। তাই স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্ব হচ্ছে দল-মতের ঊর্ধ্বে উঠে এবং রাজনৈতিক প্রভাবমু৩ হয়ে গ্রাম আদালতে বিচারপ্রμিয়া পরিচালনা করা।
এদিকে, দিনব ব্যাপী কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রশিক্ষক তারিকুল ইসলাম। প্রশিক্ষণকর্মশালায় অর্ধশতাধিক শিক্ষার্থী ও যুবক অংশগ্রহণ করেন।

Developed by: