শাবিতে সমাজ কর্ম বিভাগের প্রধানকে কুপিয়ে আহত

sust31শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ কর্ম বিভাগের প্রধান অধ্যাপক ড. নিয়াজ আহমেদকে কুপিয়ে গুরুতর আহত করেছে ওই বিভাগের এক শিক্ষার্থী। তার নাম ওয়েসুর রহমান। আজ সকালে সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে ওয়েসুর রহমান নামে সমাজ কর্ম বিভাগের এক শিক্ষার্থী তার বিভাগের প্রধানকে দা দিয়ে কুপিয়ে আহত করে। পরে ওই শিক্ষার্থীকে আটক করা হয়। গুরুতর আহত ওই শিক্ষককে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওয়েসুর রহমানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এদিকে, শাবির শিক্ষককে কুপিয়ে আহত করার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে মামলা করবে বলে জানায়।
এর আগে গতকাল ওই শিক্ষার্থী ফেসবুকে বিভাগের প্রধান সম্পর্কে ক্ষোভ প্রকাশ করে পোস্ট দেন বলে জানা গেছে। তিনি আগে শিবিরের সাথে সংশ্লিষ্ট ছিলেন বলেও জানা গেছে।
জালালাবাদ থানার ওসি গুলসুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওয়েসুর পুলিশের হেফাজতে আছে।

Developed by: