শেষ পর্যন্ত হারই হলো!

21-2শেষ পর্যন্ত স্বাগতিকরাই জিতলো। প্রথম ওয়ানডেতে তিন উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। আর এ জয়ে বড় অবদান রামদিনের সঙ্গে পোলার্ডের ১৪৫ রানের বড় জুটির। তবে এনামুল হকের শতকে স্বাগতিকদের সামনে মোটামুটি লক্ষ্য দাঁড় করিয়েছিল বাংলাদেশ।

বুধবার গ্রেনাডার সেন্ট জর্জে ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২১৭ রান করে বাংলাদেশ। জবাবে ৩৯ ওভার ৪ বলে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ২১৭/৯ (তামিম ২৬, এনামুল ১০৯, ইমরুল ৯, শামসুর ৮, মুশফিক ১২, মাহমুদুল্লাহ ১১, নাসির ২৬, সোহাগ ২, মাশরাফি ৩, তাসকিন ০*; ডোয়াইন ব্র্যাভো ৪/৩২, গেইল ১/১৯, হোল্ডার ১/৩৯, রামপল ১/৪৮)

ওয়েস্ট ইন্ডিজ: ৩৯.৪ ওভারে ২১৯/৭ (গেইল ৩, এডওয়ার্ডস ১০, ড্যারেন ব্র্যাভো ৭, সিমন্স ০, রামদিন ৭৪, ডোয়াইন ব্র্যাভো ৫, পোলার্ড ৮৯, হোল্ডার ২২*, নারাইন ৩*; আল-আমিন ৪/৫১, মাহমুদুল্লাহ ১/২০, মাশরাফি ১/২২, সোহাগ ১/৪৬)

Developed by: