আজ বুধ বাদ বেলা ২টায় কামালবাজারস্থ পঞ্চগ্রাম ঈদগাহ মদয়ানে বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব সমাজ সেবী আব্দুল মালিক ময়ূরের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। তিনি গত ৫ আগস্ট ভোররাতে একটি ক্লিনিকে ইন্তিকাল করেন।
Developed by: