সাংবাদিক মুমতাজ-এর মুক্তির দাবীতে স্বারাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ

20-05মানবজমিনের বিশেষ প্রতিনিধি চৌধুরী মুমতাজ আহমদের মুক্তি দাবীতে স্বারাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন সিলেটের প্রিন্ট ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা। বুধবার দুপুর দেড়টার সময় জেলা প্রশাসকের মাধ্যমে তারা স্বারাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপিতে বলা হয়, একটি সাজানো মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। সিলেটে মেট্রোপলিটন পুলিশের দুর্নীতির খবর প্রকাশ করায় সংশ্লিষ্টরা তার উপর ক্ষুব্ধ ছিলেন। যে কারণে তাকে ফাঁদে ফেলে এ ঘটনা ঘটনানো হয়েছে।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি  আজিজ আহমদ সেলিম, দৈনিক সিলেট সংলাপ সম্পাদক মো. ফয়জুর রহমান, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার সালাম মশরুর, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আল আজাদ, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার সংগ্রাম সিংহ ও আব্দুর রশিদ রেনু, টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকরামুল কবির, সমকালের স্টাফ রিপের্াটার মুকিত রহমানী, দৈনিক ইনকিলাবের ব্যুরো প্রধান আবদুল মুকিত, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, ওজাস সভাপতি কবি মুহিত চৌধুরী, ওকাস  সেক্রেটারী মুহাম্মদ তাজ উদ্দিন, বৈশাখী টিভির সিলেট প্রতিনিধি, শাহাব উদ্দিন শিহাব, সিলেট অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সজা)’র সভাপতি মো. শাহ্ দিদার আলম নবেল চৌধুরী, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনিস রহমান, সিলেট টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এফ এ মুন্না ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল, দৈনিক সিলেটের ডাকের সাহিত্য সম্পাদক, আব্দুল মুকিত অপি, আজকের সিলেট ডটকম-এর সম্পাদক সাইফুল তালুকদার, সিলেট নিউজ টাইমস এর সম্পাদক বাদশা গাজী, সিলেট নিউজ ওর্য়াল্ড ডটকম সম্পাদক আফরোজ খান,
স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দৈনিক উত্তর পূর্বের প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম এবং সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন। –

Developed by: