সিলেটের জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সিগারেট-বিড়ি বিক্রি নিষিদ্ধ হচ্ছে

Kormoshala-Pic-28-08-14-300x157সিলেট জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের সম্মুখে থাকা দোকানগুলোতে সিগারেট-বিড়ি বিক্রি নিষিদ্ধ করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। আজ বৃহস্পতিবার সকালে সিলেট অফিসার্স ক্লাবের সম্মেলণ কক্ষে অনুষ্ঠিত ‘তামাকের বিজ্ঞাপন, প্রচারণা ও পৃষ্ঠপোষকতা বন্ধে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের করণীয়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
এনভায়রনমেন্ট কাউন্সিল বাংলাদেশ (ইসি বাংলাদেশ) এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক শহীদুল ইসলাম আরও বলেন, সিলেটে তামাকের ব্যবহার সর্বোচ্চ পরিমানে হয়। এক সময় তামাককে দেশের অর্থনীতিক ফসল হিসেবে বিবেচনা করা হলেও এখন আর তা মনে করা হয় না। আমরা এর বিরুদ্ধে কাজ করছি। তামাকের বিজ্ঞাপন বন্ধের দাবিতে মোবাইল কোর্ট অভিযান অব্যহত আছে। ধূমপান শরীর ও পরিবেশের ক্ষতি করে উল্লেখ করে তিনি বলেন, এ থেকে মানুষকে নিরুৎসাহিত করতে হবে।
সীমান্তিকের সহযোগিতা অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। বিশেষ অতিথি ছিলেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লা, সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাজান মিয়া।
কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন- ইসি বাংলাদেশ’র প্রকল্প সমন্বয়ক মুহাম্মদ ইমদাদুল হক ভূইয়া। বক্তব্য রাখেন- সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, দৈনিক সবুজ সিলেটের যুগ্ন বার্তা সম্পাদক ছামির মাহমুদ, স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শাহ সুহেল আহমদ, মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা সিহাব উদ্দিন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সরকার, এনজিও ও প্রশাসেনর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Developed by: