চলতি বছর হজযাত্রীদের বাড়ি ভাড়া, খাবার সরবরাহ ও অন্যান্য বাবদ প্রতিজন ছয় হাজার আট শ’ সৌদি রিয়াল পাঠাতে পারবেন। বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সকল অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে নির্ধারিত অর্থ প্রেরণে হজযাত্রীদের সহযোগিতা করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রবিবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, নামের তালিকা ও মোয়াল্লেম ফি জমাদানের প্রমাণ সাপেক্ষে সংশ্লিষ্ট হজ এজেন্সির মালিক/বৈধ প্রতিনিধির মাধ্যমে যথাযথ আর্থিক বিধি-বিধান অনুসরণ করে বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরবে বাড়ি ভাড়া, খাবার সরবরাহ ও অন্যান্য ব্যয় নির্বাহের জন্য হজযাত্রী প্রতি মাত্র ছয় হাজার আট শ’ সৌদি রিয়াল হারে সৌদি আরবে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ দেয়া হলো।