২৬৮ বাসে যৌন হামলা চালিয়ে শ্রীঘরে

27-07২৬৮টি বাসে যৌন হামলা চালানোর অপরাধে শ্রীঘরে পাঠানো হয়েছে ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ারের এক যুবককে। ২৫ আগস্ট তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।

গত ২২ আগস্ট অঞ্জন শাহজাদ নামের ৩৩ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ দেখে তাকে সনাক্ত করা হয়েছে। সর্বশেষ গত ৩০ জুলাই এবং ১৯ আগস্ট তিনি বাসে ১৮ বছরের এক তরুণীর ওপর যৌন হামলা চালান। (বিবিসি)

Developed by: