অধ্যাপক ড. আহমদ কবীর

2-18শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. আহমদ কবীর দণি সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের নিদনপুর (লতিপুর) গ্রামে ১৯৬৯ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা হাজি মো. রিয়াজুল ইসলাম ছিলেন অবসরপ্রাপ্ত ট্রেজারি একাউন্টেন্ট ও দাদা (মরহুম) হাজি আবদুর রহমান ছিলেন ডিসি অফিসের জেলা নাজির। ড. আহমদ কবীর ১৯৮৩ খ্রিস্টাব্দে এস.এস.সিতে প্রথম বিভাগে, ১৯৮৫ খ্রিস্টাব্দের এইচ.এস.সিতে প্রথম বিভাগে পাস করেন। তিনি ১৯৮৮ খ্রিস্টাব্দে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বি.এস.সি (সম্মান) প্রথম বিভাগে পাস করেন এবং ১৯৮৯ খ্রিস্টাব্দে একই বিশ্ববিদ্যালয় থেকে এম.এস.সি প্রথম বিভাগে পাস করেন। তিনি ২০০১ খ্রিস্টাব্দে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন। ২০০৬ থেকে ২০০৭ খ্রিস্টাব্দ লন্ডন ইউনিভার্সিটি থেকে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন বিষয়ে পোস্ট ডক্টরেট আন্ডার কমনওয়েলথ ফেলোশিপ লাভ করেন। তিনি ১৯৯২ খ্রিস্টাব্দের ১৫ ডিসেম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি এই বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক সমিতির ২০০৯ খ্রিস্টাব্দে নির্বাচিত সভাপতির দায়িত্বও পালন করেন।

Developed by: