শিশুর গায়ে একটা ফ্ল্যাক জ্যাকেট, মাথায় হেলমেট। বয়স খুব বেশি হলে ছয় হবে! সুইডিশ এক সাংবাদিক জন ম্যাথিয়াস সমারস্ট্রমকে দেখে সে বলল, ‘আমি একজন সাংবাদিক।’
ইসরায়েলি বোমায় বিধ্বস্ত গাজা। প্রাণভয়ে ভীত মানুষজন বাড়িঘর ছেড়ে পালাচ্ছে শরণার্থী ক্যাম্পগুলোর উদ্দেশ্যে। তার মধ্যে এ দৃশ্য দেখে চমকে উঠলেন ওই সুইডিশ সাংবাদিক। ফিলিস্তিনে রক্তক্ষয়ী তথাকথিত যুদ্ধের একটা প্রতীকী চিহ্ন হয়ে ফুটে উঠল দৃশ্যটা। তার মনে হলো, এ দৃশ্য শুধু এক অবুঝ শিশুর খেলা নয়, এটা আসলে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের অসম যুদ্ধে টিকে থাকার স্পষ্ট ইঙ্গিত।
শিশুটি তার রিনরিনে কণ্ঠের স্পষ্ট উচ্চারণে বলল, ‘আমি একজন সাংবাদিক। এখানে কী কী ঘটছে, তার খবর পাঠাচ্ছি।’ নিজের গায়ের পোশাকের দিকে ইঙ্গিত করে বলল, ‘এটা আমার ফ্ল্যাক জ্যাকেট।’ তারপর সাংবাদিকের ক্যামেরার সামনে বুক ফুলিয়ে দাঁড়াল।
বৃহস্পতিবার এই ছবিটি পোস্ট করা হয় টুইটারে। লাইক তো অসংখ্য। সাড়ে ৫ হাজার শেয়ার হয় ছবিটি।
সমারস্ট্রম বলেন, আমার মনে হলো, ফিলিস্তিনিদের অফুরন্ত প্রাণশক্তির এটা এক অনন্য উদাহরণ। ফিলিস্তিনি শিশুদের টিকে থাকার এক অসামান্য দলিল। তিনি বলেন, ‘শিশুটি যেন গর্বিত ভঙ্গিতে তাকিয়ে রইল আমার দিকে। ওর সঙ্গে ওর বন্ধু ও খেলার সঙ্গীরা। আমার মনে হলো তারা অবিনাশী। তাদের ক্ষয় নেই।’ হোটেলে ফেরার আগে তিনি শিশুটির এই ছবি তুলে নিয়ে যান। ডেইল মেইল।