একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডাদেশপ্রাপ্ত বিএনপি’র সাবেক মন্ত্রী আব্দুল আলীম মারা গেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তিনি মারা যান।
এর আগে ফুসফুসের ক্যান্সারজনিত কারণে ২৬ আগস্ট ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রিজন সেল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয় তাকে।
গত বছর ৯ অক্টোবর আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী ৯টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হলেও বয়স ও স্বাস্থ্য বিবেচনায় মৃত্যুদণ্ডের পরিবর্তে তাঁকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ওই রায় ঘোষণা করেন।
এর আগে ২০১০ সালে ট্রাইব্যুনাল গঠনের পর আলীমের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। পরে ২০১১ সালের ২৭ মার্চ জয়পুরহাটের বাড়ি থেকে আলীমকে গ্রেফতার করা হয়। আর ২৮ মার্চ আলীমকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। ওইদিন তাঁকে কারাগারে পাঠানো হয়। এর চারদিন পর শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয় তাকে। যার মেয়াদ পরে বাড়ানো হয় কয়েক দফায়। রায়ের আগে আলীমের জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়।
আব্দুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মোট ১৭টি অভিযোগ আনা হয়েছিল। এরমধ্যে নয়টি অভিযোগ প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়। তবে চারটি অভিযোগে তাকে মৃত্যু পর্যন্ত কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অভিযোগগুলোর মধ্যে হত্যা, লুটতরাজ, দেশত্যাগে বাধ্য করা ও অগ্নিসংযোগের মতো অপরাধও রয়েছে।

