দক্ষিণ সুরমার সিলামে ব্যবসায়ীকে আহত করে আড়াই লাখ টাকা ছিনতাই

11-01দক্ষিণ সুরমার সিলামে এক ব্যবসায়ীকে গুরুতর আহত করে আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গত রাত ১১টার দিকে সিলাম ইউনিয়নের সিলাম-মোহাম্মদপুর-শুড়িগাঁও সড়কের তেমুখী নামক স্থানে এ ছিনতাই সংঘটিত হয়। গুরুতর আহত অবস্থায় ঐ ব্যবসায়ী ও তার এক সহযাত্রীকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, দক্ষিণ সুরমার জালালপুর বাজারস্থ একটি ব্রীক ফিল্ডের স্বত্ত্বাধিকারী আত্তর আলী (৫০) গত রাতে তার ব্যক্তিগত মোটরসাইকেল যোগে নিজ বাড়ি সিলাম মোহাম্মদপুর গ্রামে যাচ্ছিলেন। আত্তর আলীর সাথে তার ব্যবসার নগদ আড়াই লাখ টাকা ছিল। এ সময় তার সাথে মোটর সাইকেলে মোস্তফা নামের আরো এক ব্যক্তি ছিলেন। সিলাম-মোহাম্মদপুর-শুড়িগাঁও তেমুখীতে পৌছালে আগে থেকেই ওৎ পেতে থাকা ৩টি মোটরসাইকেল আরোহী ৬ দুর্বৃত্ত আত্তর আলীর মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর হামলাকারীরা দেশীয় অস্ত্রের আঘাতে আত্তর আলী ও তার সহযাত্রী মোস্তফাকে গুরুতর আহত করে রাস্তায় ফেলে দিয়ে তাদের কাছে থাকা আড়াই লাখ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়। আহতদের আর্ত চিৎকারে আশপাশের বাড়িঘর থেকে লোকজন বেরিয়ে এসে সংজ্ঞাহীন অবস্থায় আত্তর আলী ও গুরুতর আহত অবস্থায় মোস্তফাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাত সাড়ে ১২টায় ওসমানী মেডিক্যাল কলেজ থেকে সিলাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মালিক জানান, তখন পর্যন্ত আত্তর আলীর জ্ঞান ফেরেনি। সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন রাত ১টায় জানান, গুরুতর আহত আত্তর আলী সিলাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। চেয়ারম্যান ইকবাল জানান, ঘটনার সাথে জড়িতদের খুঁেজ বের করার জন্য তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে ও এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

Developed by: