বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস আগামী প্রজন্মকে জানাতে হবে ——- এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ

Advocate Sirajবাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বঙ্গবন্ধুকে হত্যা করে ঘাতকরা যে কলংক জাতির ললাটে লেপন করেছিল, বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির মাধ্যমে কিছুটা হলেও লাঘব হয়েছে। তবে এখনো কয়েকজন খুনি দেশের বাইরে রয়েছে। তাদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরা এখন সময়ের দাবী। বঙ্গবন্ধু মৃত্যুর পূর্ব পর্যন্ত শোষিত-বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। বিএনপি, জামায়াত, শিবির আন্দোলনের নামে জ্বালাও, পোড়াও, মানুষ পোড়ানো সহ রেল লাইনে আগুন দিয়ে দেশের সম্পদ নষ্ট করেছে। তারা দেশের শত্রু। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস আগামী প্রজন্মকে জানাতে হবে।

তিনি গত ২৮ আগস্ট বৃহস্পতিবার রাতে নগরীর দক্ষিণ সুরমার গোটাটিকরস্থ সুন্দরবন কমিউনিটি সেন্টারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিল প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন ইরান এর সভাপতিত্বেব ও সাধারণ সম্পাদক মোঃ ছয়েফ খান এর পরিচালনায় আয়োজিত শোক সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, মহানগর আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রিন্স সদরুজ্জামান, আওয়ামীলীগ নেতা সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোঃ আজম খান, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী সাইফুল আলম, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজী রইছ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান খান, এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব, আব্দুল জলিল ময়না, আব্দুল আহাদ, মুজিবুর রহমান শাহজাহান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মহসিন কামরান, জহির রায়হান, শমসের সিরাজ সোহেল, ২৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি গুলজার আহমদ জগলু, মহানগর ছাত্রলীগ সভাপতি রাহাত তরফদার, দক্ষিণ সুরমা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কর্নেল সোহেল, মহানগর ছাত্রলীগের প্রচার সম্পাদক ফয়েজ উদ্দিন পলাশ, শ্রমিকলীগ নেতা আব্দুস সাত্তার, শামসুল ইসলাম, বেলাল আহমদ, আব্দুল মান্নান, জুয়েল আহমদ, আমিনুল হক বকুল, মানিক মিয়া, আব্দুস সালাম উজ্জল, ময়নুল হোসেন, আফতাব আলী, এম. শাহীন আহমদ, ইকবাল হোসেন মন্টু, জুবায়ের আহমদ, দীপংকর পাল টিপু, ছালাই বকস, জাতীয় পার্টির নেতা এনাম আহমদ, শিব্বির আহমদ, ময়নুল ইসলাম, খসরুজ্জামান, মাহবুবুল আলম মজনু। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়া ও পরে দোয়া পরিচালনা করেন মহানগর ওলামালীগের

সভাপতি ডাঃ ফখরুল ইসলাম। গীতা পাঠ করেন শৈলেশ কর। স্বাগত বক্তব্য রাখেন যুবলীগ নেতা রূপক। বিজ্ঞপ্তি

Developed by: