জয়বাংলা পরিষদের নিয়মিত সাহিত্য আসরে বক্তরা বলেছেন, নিজস্ব সাহিত্য সংস্কৃতি চর্চা ছাড়া কোন জাতি এগিয়ে যেতে পারে না। তাই নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি চর্চায় উৎসাহিত করতে হবে। এজন্য অভিভাবকদের সচেতন ভূমিকা পালন করতে হবে। যাতে বিজাতিয় সংস্কৃতির আড়ালে আমাদের নিজস্ব সংস্কৃতি হারিয়ে না যায়।
গত ৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে নগরীর সন্ধ্যাবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে জয় বাংলা পরিষদ সিলেট জেলা শাখার নিয়মিত সাহিত্য আসরে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। জয়বাংলা পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি গীতিকবি হরিপদ চন্দের সভাপতিত্বে ও সাধালণ সম্পাদক কবি মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় আসরে লেখাপাঠ ও আলোচনায় অংশ গ্রহণ করেন। কবি মুহাম্মদ আবদুল হান্নান, কবি সাইদুর রহমান সাঈদ, বাউল মুনিবুর রহমান সরকার, ছড়াকার তারেক কান্তি তালুকদার, কবি সৈয়দ মুক্তদা হামিদ, ভাস্বক জালাল উদ্দিন সরকার, বাউল কানাই লাল সরকার, সৈয়দ সানি, সুহেল আহমদ লিটন. আরব আলী, সেজু প্রমুখ।
আসরে কবি পুলিন রায়ের মায়ের আশুরোগ মুক্তি কামনা করা হয়।