প্রথমবারের মতো নারী উপাচার্য বুয়েটেও

প্রথমবারের মতো নারী উপাচার্য পেয়েছে বাংলাদেশে প্রকৌশল শিক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

স্থাপত্য বিদ্যা বিভাগের অধ্যাপক খালেদা একরামকে চার বছরের জন্য প্রতিষ্ঠানটির উপাচার্য নিয়োগ দিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান।

বুয়েট উপাচার্য অধ্যাপক নজরুল ইসলামের নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় ওই পদে খালেদা একরামকে নিয়োগ দেয়া হয়েছে।

বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে খালেদা একরাম দ্বিতীয় নারী উপাচার্য। এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ফারজানা ইসলাম নিয়োগ পান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপ উপাচার্যের দায়িত্বে রয়েছেন একজন নারী। তিনি হলেন অধ্যাপক নাসরিন আহমেদ।

Developed by: