
এদিকে স্কটল্যান্ডে স্বাধীনতার প্রশ্নে গণভোটের আগে শেষবারের মতো সেখানে সফর করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। আবেগাপ্লুত এক ভাষণে ক্যামেরন স্কটদেরকে যুক্তরাজ্য ছেড়ে না যাবার আবেদন জানিয়ে ডেভিড ক্যামেরন তার ভাষণে বলেন, এই সিদ্ধান্ত শুধুমাত্র এ প্রজন্মের স্কটদের জন্য নয়, বরং এটি তাদের সন্তান, নাতি-নাতনি এবং তার পরবর্তী প্রজন্মের জন্যেও। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ভাঙ্গন হলে সেটি হবে বেদনাদায়ক বিচ্ছেদের মতো। গণভোটে না ভোট জয়ী হলে স্কটল্যান্ডকে আয়কর এবং ব্যয়ের ক্ষেত্রে আরো ক্ষমতা দেয়ার অঙ্গিকার করেন মি. ক্যামেরন।
তবে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার এলেক্স স্যামন্ড বলেছেন, স্বাধীন হলে স্কটিশ অর্থনীতির উন্নয়ন ঘটবে। তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে স্কটিশ অর্থনীতি আরো বেগবান হবে।
তবে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার এলেক্স স্যামন্ড বলেছেন, স্বাধীন হলে স্কটিশ অর্থনীতির উন্নয়ন ঘটবে। তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে স্কটিশ অর্থনীতি আরো বেগবান হবে।