সিলেট জেলা ছাত্রদলের সভাপতি সাইদ আহমদের মুক্তির দাবিতে ফ্রান্সে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

france picfrance picসিলেট জেলা ছাত্রদলের সভাপতি সাইদ আহমদসহ অন্যান্য নেতা কর্মীদের মুক্তির
দাবিতে ফ্রান্সে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে! গতকাল রোববার সন্ধ্যায়
প্যারিসের লা সাপেলোস্থ একটি বারে ফ্রান্চ্স তৃনমূল বিএনপি ,যুবদল ও
ছাত্রদলের উদ্যাগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় !

ফ্রান্স বিএনপি নেতা সৈযদ জেলাসুজ্জ্বামানের সভাপতিত্বে ও আহমদ মালেকের
পরিচালনায় এতে বক্তব্য রাখেন হাজী জালাল খান , হেনু মিয়া,আব্দুল কাইযুম
সরকার,আজিজুর রহমান ,খসরুজ্জ্বামান খসরু ,খালেদ আহমদ ,ফয়জুল হক ,জুনেদ
আহমদ ,আলতাফ হোসেন,জাকারিয়া হোসেন ও জাহিদুল ইসলাম শিপার প্রমুখ !

প্রতিবাদ সভায় বক্তারা বলেন , ‘হামলা, মামলা, গ্রেফতার এমন পর্যায়ে
গিয়েছে যে, অবৈধ সরকারের ফ্যাসিবাদী চরিত্র মানুষের কাছে উম্মোচিত হয়ে
পড়েছে। গণবিচ্ছিন্ন সরকার বিরোধী দলের আন্দোলন সংগ্রামকে রাজনৈতিক ভাবে
মোকাবেলায় ব্যর্থ হয়ে অপকৌশলে বিরোধীদলকে দমানোর চেষ্টা করছে ।’

তারা অবিলম্বে মানুষের গনতান্ত্রিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হয়ে
ছাত্রদল নেতা-কর্মীদের হয়রানি না করে প্রশাসনকে নিরপেক্ষ ও দলীয়
প্রভাবমুক্ত থেকে ভূমিকা পালন করার জন্য বলেন।

নেতৃদ্বয় অবিলম্বে সাঈদ আহমেদ সহ গ্রেফতারকৃত ছাত্রদল নেতৃবৃন্দের
নি:শর্ত মুক্তি দাবী করেন।

Developed by: