সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ মোঃ আব্দুস সবুর মিয়া বলেছেন, শতভাগ তামাক মুক্ত হাসপাতাল প্রতিষ্ঠার লক্ষে আমার ঐক্যাান্তিক প্রচেষ্টা থাকবে। এজন্য অমরা যথযথ নীতিমালা তৈরী সহ প্রয়েগিক প্রচেষ্টা ও পদ্ধতি চলমান থকবে। নিবৃত্তি করন ক্লিনিক প্রতিষ্ঠা করে সাইন্টিফিক গুলোতে ব্যবস্থা গ্রহন করা হবে। যে গাইড লাইন তৈরী করা হয়েছে সেগুলো অনুস্মরন করে এন্টি টোব্যাকো ক্যাম্পেইন বেগবান করব এবং হাসপাতালকে “শতভাগ তামাকমুক্ত হাসপাতাল” প্রতিষ্ঠায় এগিয়ে নিয়ে যাব। গতকাল ২১সেপ্টেম্বর রোবাবার সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ইউনাইটেড ফোরাম এ্যগেনিষ্ট টোব্যাকো’র উদ্যোগে আয়োজিত তামাকমুক্ত হাসপাতাল বাস্তবায়নের লক্ষে “ওরিয়েন্টশন অন টোব্যাকো ফ্রি হাসপাতাল গাইড লাইন” শীর্ষক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বিভিন্ন গ্ররুত্বপূর্ণ স্থানে এন্টি টোব্যাকো সিগন্যাল স্থাপন করে তামাকমুক্ত বিশ্বের জন্যে ঐক্য প্রয়াস থাকার প্রত্যয় ব্যক্ত করেন সবুর মিয়া। অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যাক্ষ অধ্যাপক মোর্শেদ আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট হার্ট ফাউন্ডেশনের মহাসচিব ডাঃ আমিনুর রহমান লস্কর। অনুষ্ঠিত কর্মশালায় ডাঃ সমীরন চন্দ্র নাথ এর সঞ্চালনায় স্বগত বক্তব্য রাখেন হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মোঃ আব্দুস সালাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর ডিপার্টমেন্ট অব এপিডিমিওলজি এর প্রধান অধ্যাপক ডাঃ সোহেল রেজা চৌধুরী। অনুষ্ঠিত কর্মশালায় তামাকের বিভিন্ন ক্ষতিকর বিষয় তুলে ধরে দিক নির্দেশনা মূলক আলোচনা অংশ গ্রহন করেন হাসপাতালের ডাক্তার, নার্স ও সংশ্লিষ্ট প্রতিনিধি ব্যক্তিবর্গ। এবং ওসমানী
মেডিকেল কলেজ ও হাসপাতালকে শতভাগ তামাকমুক্ত রাখতে সকলের সহযোগিতার কামনা করা হয়।