
জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সিলেট থেকে শেরপুরগামী একটি বিরতিহীন বাস (সিলেট-ব, ১১-০০১৮) ওসমানীনগর থানার গোয়ালাবাজার নামক স্থানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মঈনুদ্দিনকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে স্থানীয় জনতা ঘাতক বাসটিকে আটক করলেও বাসটির চালক পালিয়ে যায়। দূর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক বাসটিকে সিজ করেছেন।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।