
রবিবার সন্ধ্যায় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে বেলাল উদ্দিন নামে এই যাত্রীকে স্বর্ণের বারসহ আটক করা হয়। আটককৃত ব্যক্তির বাড়ি কক্সবাজার জেলার চকরিয়ায়।
বিমান বন্দর সূত্র জানায়, ওমান এয়ারলাইনসের বিমানে করে যাত্রী বেলাল উদ্দিন চট্টগ্রামে আসেন।
বিমান বন্দরের কাস্টমস কর্মকর্তাদের ফাঁকি দিয়ে সে বাহিরে চলে আসে। র্যাব ৭ এর এএসপি সাজেদুর রহমান জানান, তাদের কাছে আগেই গোয়েন্দা তথ্য ছিল। সে বিমান বন্দরের সামনে সড়কে আসলে তার শরীর তল্লাশি করে কোমড়ে ব্যাল্টের সাথে মুড়ানো ১৩ কেজি ৩শ ৪০ গ্রাম স্বর্ণের বার ও ১৭৫ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। তাকে র্যাব কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।