
বাদী এবি সিদ্দিক জানান, লন্ডনের একটি আলোচনা সভায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বিএপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কুলাঙ্গার দলের নেত্রী বলায় তাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।
মামলার আজিতে বলা হয়, তাদের এমন বক্তব্যে আওয়ামী লীগের ৫০০ কোটি টাকার মানহানি হয়েছে। মামলাটি গ্রহণ বিষয়ে আজ শুনানি হতে পারে বলে জানান বাদী নিজে।