দুপুরে শহীদ মিনারে ফিরোজা বেগমকে শ্রদ্ধা নিবেদন

1410328819নজরুলসংগীত শিল্পী ফিরোজা বেগমের মরদেহ ইন্দিরা রোডের নিজ বাসায়  নেয়া হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর অ্যাপোলো হাসপাতাল থেকে শিল্পীর মরদেহ সেখানে নিয়ে যাওয়া হয়।
ইন্দিরা রোডের বাসা থেকে দুপুরে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেয়া হবে। দুপুর দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত শহীদ মিনারে রাখা হবে শিল্পীর মরদেহ। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের পর রাজধানীর গুলশানে আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে তাকে।

গতকাল মঙ্গলবার রাত আটটা ২৬ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ফিরোজা বেগম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

Developed by: