দেয়াল ভেঙে ব্যাংকের কোটি টাকা চুরি

জয়পুরহাটে ব্র্যাক ব্যাংকের একটি শাখার দেয়াল ভেঙে ভল্টে থাকা প্রায় দুই কোটি টাকা চুরি হয়েছে।

শুক্রবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা।

জয়পুরহাটের এএসপি (সার্কেল) দিমন চন্দ্র জানান, শুক্রবার রাতের কোনো এক সময় শহরের সদর রাস্তা এলাকায় একটি ভবনের দুই তলায় থাকা ব্যাংকটিতে চুরি হয়। সকালে অফিস খুলে কর্মচারীরা দেয়াল ভাঙা পেয়ে পুলিশকে খবর দেয়।

পুলিশ কর্মকর্তা দিমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুর পর্যন্ত ব্যাংক কর্মকর্তাদের হিসাব অনুযায়ী এক কোটি ৯৫ লাখ টাকা চুরি হয়েছে বলে তারা আমাদের জানিয়েছেন।”

ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশন অ্যান্ড সার্ভিস কোয়ালিটি জিশান কিংশুক হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাশের ভবন থেকে দেয়াল ছিদ্র করে ভেতরে প্রবেশ করে ভল্ট ভেঙে এককোটি ৯৫ লাখ টাকা চুরি হয়েছে।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক ফজলে রাব্বি চৌধুরী জানান, চুরির আগে ভবনের বিদ্যুৎ সংযোগ ও ভল্টরুমের সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

র‌্যাব ৫ এর জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক আব্দুর রহিম জানান, দোতলায় ব্যাং‌কের লাগোয়া কক্ষ ভাড়া নিয়ে থাকতো কেউ। তাদের বিষয়ে অনুসন্ধান চালানো হচ্ছে।

চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের নিরাপত্তারক্ষী ফারুক হোসেন ও হেলাল উদ্দিনকে আটক করেছে।

Developed by: