‘নায়িকারা আইটেম নয়’ – আমির খান

নারীকেন্দ্রিক সিনেমা তৈরির হিড়িক পড়লেও বলিউডে এখনও বাণিজ্যিক ধারার সিনেমায় নায়িকাদের স্থান এখনও ‘আইটেম’ হিসেবেই । নায়কদের পাশে কেবল গ্ল্যামার ছড়াতেই হাজির হন নায়িকারা। এই বিষয়টির সমালোচনা করলেন আমির খান।

সম্প্রতি ডেককান ক্রনিকল পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে আমির খান বলেন, হিন্দি সিনেমায় নারীদের ‘আইটেম’ হিসেবেই পর্দায় উপস্থাপন করা হয়। আর এ নায়িকাদের এভাবে তুলে ধরার পেছনে নির্মাতাদের পাশাপাশি অভিনেতা হিসেবে নিজেকেও দায়ী মনে করেন আমির।

তিনি বলেন, “আমরা সিনেমায় নারীদের ব্যবহার করি ‘আইটেম’ হিসেবে। এই ধারা বদলানো প্রয়োজন। এক্ষেত্রে পরিচালকরাই দায়িত্বহীনতার পরিচয় দেন, কোনো না কোনো ভাবে আমি নিজেকেও দায়ী মনে করি। আমরা দেখাই ছেলেরা মেয়েদের উত্যক্ত করছে, কিছু গানে অবমাননাকর শব্দ ব্যবহার করা হয়, যেমন, ‘খাম্বার মতো দাড়িয়ে আছে’ কিংবা ‘তুই দারুণ একখান বস্তু’…এভাবেই নারীদের পণ্য হিসেবে তুলে ধরা হয়। আমাদের এসব বন্ধ করতে হবে।”

‘ধুম থ্রি’ মুক্তির আগে আমিরের পাশপাশি সিনেমার একটি বড় আকর্ষণ হিসেবে দেখানো হয়েছে ক্যাটরিনা কাইফকে। কিন্তু পর্দায় তার উপস্থিতি চোখে পড়েছে খুব কমই। এমনকি তার চরিত্র সিনেমার কাহিনি এগিয়ে নিয়ে যেতে খুব একটা ভূমিকাও রাখেনি।

সম্প্রতি ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়ায় দিপিকা পাড়ুকোনের ওপর থেকে তোলা ছবিসহ প্রতিবেদন ছাপা হয় যার শিরোনামের বাংলা করলে দাঁড়ায়, ‘ওএমজি: দিপিকার স্তনের ভাঁজ দেখা যাচ্ছে’। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তাৎক্ষণিকভাবেই নিজের প্রতিক্রিয়া জানান দিপিকা। এরপর থেকেই বিষয়টি নিয়ে বিতর্ক চলছে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খোলা চিঠির মাধ্যমে দিপিকা বলেন পর্দার বাইরে নারী হিসেবে তাকে সম্মান জানানো উচিৎ।

Developed by: