পণ্ডিত রামকানাইকে শেষ শ্রদ্ধা

1409984955একুশে পদক পাওয়া শাস্ত্রীয় সংগীতের বিশিষ্ট গুরু পণ্ডিত রামকানাই দাশকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সিলেটবাসী। আজ শনিবার বিকেলের দিকে একুশে পদক প্রাপ্ত এই শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাইয়ের পেড়ুয়ায়। বেলা পৌনে ১১টার দিকে প্রয়াত এই সংগীতবোদ্ধার মরদেহ শহীদ মিনারে আনা হয়।
সেখানে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন- সিলেট সিটি কর্পোশেনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ সিলেটের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, তার গুণগ্রাহী ও সর্বস্তরের মানুষ।
রামকানাইয়ের ছেলে পিনু সেন জানিয়েছেন, সিলেট শহরের করের পাড়ার বাসা থেকে তার বাবার মরদেহ শহীদ মিনারে ঘণ্টাখানেক রাখার পর নেয়া হবে গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাইয়ের পেড়ুয়ায়। বিকেলের দিকে সেখানে পণ্ডিত রামকানাইয়ের শেষকৃত্য সম্পন্ন হবে।
শুক্রবার রাত ১০টা ৫০ মিনিটে রাজধানীর মেট্রোপলিটন হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ২৭ আগস্ট মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। পরে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

Developed by: