
পাকিস্তানে বিরোধী দল তেহরিক-ই-ইনসাফ ও তাহিরুল কাদরির অব্যাহত বিক্ষোভের মুখেও পদত্যাগ না করার সিদ্ধান্তে অটল রয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। সোমবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করার সময় তিনি এ ঘোষণা দেন।এদিকে তার পদত্যাগের দাবিতে গত তিন দিন ধরে রাজধানী ইসলামাবাদের গুরুত্বপূর্ণ রেড জোন এলাকায় অবস্থান ধর্মঘট চালিয়ে যাচ্ছে হাজার হাজার বিক্ষোভকারী। পিটিআই নেতা ইমরান খান সোমবার বলেছেন, প্রধানমন্ত্রীর পদত্যাগ না করা পর্যন্ত তারা পিছু হটবেন না।দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সোমবার ইসলামাবাদে নিজের বাসভবনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন নেওয়াজ শরীফ। বৈঠকে তিনি বলেন,‘আমরা দেশের সংবিধান ও গণতন্ত্রের স্বার্থে এখানে জড়ো হয়েছি এবং আমরা কাউকে সংবিধান লঙ্ঘণ করার অনুমতি দেব না।’ এ সময় তিনি নিজের পদত্যাগের সম্ভবনা নাকচ করে দেন।পদত্যাগ না করার সিদ্ধান্তে অটল পাক প্রধানমন্ত্রী বৈঠক শেষে পাকিস্তানের ভবিষ্যত সম্পর্কে একটি যৌথ বিবৃতি ঘোষণা করা হয। বিবৃতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রীকে সমর্থন দেয়ার অঙ্গীকার করেন। এসময় তারা পার্লামেন্ট, প্রধানমন্ত্রী বাসভবন এবং রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভির ওপর হামলার নিন্দা জানিয়ে এগুলোকে গণতন্ত্র ও রাষ্ট্রের ওপর হামলা বলে উল্লেখ করেন।
কেউ যদি প্রধানমন্ত্রীর বাসভবন অবরোধ করে তবে তারা প্রধানমন্ত্রীর পাশে গিয়ে দাঁড়াবেন বলেও তারা অঙ্গীকার করেন।
বৈঠকে সৈয়দ খুরশেদ শাহ, মাহমুদ খান, মৌলানা ফজলুর রহমান, ইজাজুল হক, বাবর খান গৌড়, ডা. ফারুক সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে পিটিআই নেতা ইমরান খান এবং ড. তাহিরুল কাদরির বিরুদ্ধে সোমবার ইসলামাবাদের বিভিন্ন থানায় আরো তিনটি মামলা দায়ের করা হয়েছে বলে ডন পত্রিকা জানিয়েছে।
নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে গত ১৪ আগস্ট থেকে ইসলামাবাদে অবস্থান ধর্মঘটের নেতৃত্ব দিচ্ছেন ইমরান খান ও কাদরি। ইতিমধ্যে রাজনৈতিক সংঘর্ষে তিন জন নিহত এবং আরো ৫৫০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।