পাগড়ির ওজন ৪৫ কেজি!

untitled-14_83206_0উত্তর ভারতের পাতিয়ালার অবতার সিং মৌনী গর্বিত তার পাগড়ি নিয়ে। গর্বিত না হওয়ার কিছু নেই। তার পাগড়ি তো আর যে সে পাগড়ি নয়। এক পাগড়িরই ওজন প্রায় ৪৫ কেজি! শুধু তা-ই নয়, খুলে ফেলা অবস্থায় পাগড়িটা দুই হাজার ১১৫ ফুট লম্বা। যার মানে, লম্বায় ১৩টি অলিম্পিক সুইমিংপুলের সমান। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস মতে, বর্তমানে সবচেয়ে বড় পাগড়ি আরেক ভারতীয় মেজর সিংয়ের; কিন্তু তার পাগড়ি লম্বায় এক হাজার ১২ ফুট। ৬০ বছর বয়সী অবতার সিংয়ের পাগড়িকেই তাই এখন বিশ্বের সবচেয়ে লম্বা পাগড়ি বলে মনে করা হচ্ছে। যদিও অবতার সিং এসব রেকর্ডের তোয়াক্কা করেন না।
এই বিশাল আকৃতির পাগড়ি তিনি বহন করেন ধর্মীয় কারণে আর মূলত শখের বশে। শিখ পুরুষদের কাছে চুল আর পাগড়ির যত্ন নেওয়া একটা আবশ্যক ধর্মীয় আচারের মধ্যেই পড়ে। দিনের প্রায় ?ছয় ঘণ্টা সময় ব্যয় করতে হয় এই বিশাল পাগড়ি মাথায় পরতে। পেল্লাই এ পাগড়ির জন্য অবতার সিং বাসে বা গাড়িতেও চড়তে পারেন না। কেবল মোটরসাইকেলে চড়েই তিনি পতিয়ালার শিখদের মন্দিরে যেতে পারেন।
পাগড়িসহ শিখদের ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে তিনি আরও ৮৭ পাউন্ড ওজনের ধর্মীয় অস্ত্রপাতি বহন করেন। নিজের পাগড়ি সম্পর্কে অবতার সিং মৌনী বলেন, ‘আমি এটাকে কোনো বোঝা মনে করি না। এটা মাথায় রাখতেই আমার ভালো লাগে। খুব অল্প সময় যখন আমার মাথায় পাগড়িটা থাকে না, তখন নিজেকে কেমন যেন অসম্পূর্ণ মনে হয়। মনে হয়, আমার কিছু একটা যেন নেই।’ অবতার সিং মৌনী তার পাগড়ির জন্য স্বীকৃতি পেতে চান।
কিন্তু তার পাগড়ি যাতে কেবল ছবি তোলার বস্তুতে পরিণত না হয়, সে ব্যাপারেও তিনি সচেতন। তিনি বলেন, ‘আমি কয়েক ঘণ্টা সময় ব্যয় করে পাগড়িটা পরি, কিন্তু লোকেরা মাত্র দুই সেকেন্ডে এর ছবি তুলে নিয়ে চলে যেতে চায়। এটা তো ঠিক নয়।’ সূত্র: হাফিংটন পোস্ট।

Developed by: