পূর্ব বিরোধের জের : সিলেট নগরীর খুলিয়াপাড়ায় আবারো ছাত্রদল কর্মী খুন

0-04আবারো সিলেট নগরীর খুলিয়াপাড়ায় ছাত্রদল কর্মী খুন হয়েছেন।রাত সাড়ে ৮টায় পূর্ব বিরোধের জেরে কামাল আহমদ (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

তিনি নীলিমা-২৮ নম্বর বাসার মৃত সুরুজ আলীর পুত্র। নিহত কামাল ছাত্রদলের পুরানলেন গ্রুপের কর্মী বলে ছাত্রদলের একটি সূত্র জানিয়েছেন।কয়েক মাস আগে সাবেক কাউন্সিলর শাহানা বেগম শানুর ছেলে ছাত্রদল কর্মী সোহান ইসলাম খুন প্রকাশ্যে খুন হন।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে উপ-পরিচালক ডা: তন্ময় ভট্টাচার্য মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, হাসপাতালে আনার পর অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

স্থানীয় একটি সূত্র জানায়, সিটি কর্পোরেশনের সাবেক মহিলা কাউন্সিলর শাহানারা বেগম শানুর সাথে ওই এলাকার সিটি কর্পোরেশনের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী গুলজার আহমদের বিরোধ চলছে।

এর জের ধরে সোমবার রাত সাড়ে ৮টার দিকে লামাবাজার ভিআইপি রোডের পাশে খুলিয়াপাড়া গলির মুখে মহিলা কাউন্সিলর শাহানা বেগম শানুর স্বামী তাজুল ইসলাম ও ছেলে রায়হান আহমদ দা দিয়ে  কুপিয়ে কামাল আহমদকে আহত করে। আশংকাজনক অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত, এই বিরোধের জেরে কয়েক মাস আগে শাহানা বেগম শানুর ছেলে সোহান ইসলাম খুন হন।ওই খুনের ঘটনার জের ধরে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।এদিকে এই খুনের ঘটনায় শাহানা বেগম শানুর ছেলে রেজাউল (১২) কে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম।

Developed by: