শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমিনুল হক ভুইয়া বলেছেন, প্রতিযোগীতামূলক বিশ্বে শিক্ষা গ্রহণের বিকল্প নেই। লেখাপড়া না করলে নিজেও কিছু করতে পারবেন না, দেশ ও জাতিকে কিছু দিতে পারবেন না। বর্তমান সরকার শিক্ষার ব্যাপারে উদার এবং শিক্ষার পেছনে বাজেটের বিপুল একটি অংশ খরচ হচ্ছে।তিনি বলেন, শাবির ছাত্র মো. ফারহানুল ইসলাম এর নেতৃত্বে একটি দল রুবোমেনিয়া ২০১৪ এ চ্যাম্পিয়ন হয়েছে। এটি শুধু শাবির গর্ব নয়, সিলেটবাসীর গর্ব, দেশের গর্ব। অতীতে সিলেটের শিক্ষা ব্যবস্থা দেশে এগিয়ে ছিল। বর্তমানে শিক্ষা ক্ষেত্রে সিলেট পিছিয়ে পড়ছে। তবে আশার কথা সিলেটের শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণে যেভাবে মনোযোগী, অভিভাবকরা যেভাবে আগ্রহী আর শিক্ষকরা যেভাবে আন্তরিক, আমার বিশ্বাস সিলেট শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যাবে। তিনি গত বৃহস্পতিবার দিবাগত রাতে রুবোমেনিয়া ২০১৪ চ্যাম্পিয়ন শাবিপ্রবির ছাত্র ও রেঁনেসা যুবকল্যাণ সংস্থার সদস্য মো. ফারহানুল ইসলামকে রেঁনেসা যুব কল্যাণ সংস্থা ও সুরমা আবাসিক এলাকাবাসী কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্থানীয় একটি মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মো. রেজাউর রহমান পিন্টু। সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ এ মাসুম ও সাধারণ সম্পাদক আলী আশফাকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাবিপ্রবির প্রফেসর ড. শহীদুর রহমান, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মখলিছুর রহমান কামরান, শাবিপ্রবির প্রক্টর হিমাদ্রী শেখর রায়, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা জয়নাল আবেদীন, ডা. মাহমুদুল মজিদ শাহীন প্রমুখ।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেঁনেসা যুব কল্যাণ সংস্থার সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, আলিম উদ্দিন, তামিমুর রশীদ, মো. মোজাম্মেল, আশফাক আহমদ, তাশফিক চৌধুরী, ফাহিম আহমদ, এনাম আহমদ, সাইফুর রহমান মিসবাহ, জামিল
হোসেন প্রমুখ।সংবর্ধিত ফারহানুল ইসলামকে ক্রেস্ট, ফুল ও বই উপহার দেয়া হয়। অতিথিরা এসব তার হাতে তুলে দেন।