বিশ্বনাথের বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ওলিউর রাহমানের ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন

bish-600x330বিশ্বনাথের বিশিষ্ট আলেমে দ্বীন, এলাহাবাদ আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও বুরাইয়া আলিম মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা এটিএম ওলিউর রাহমান আর নেই (ইন্নালিল্লাহি—রাজেউন)।

শুক্রবার বেলা ২টা ১৫ মিনিটে সিলেট নগরীর একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্যক আত্মীয় স্বজন রেখে গেছেন।
শুক্রবার রাত সাড়ে ৮টায় মরহুমের জানাজার নামাজ মরহুমের মরদেহ বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেলিকুনা (এলাহাবাদ) গ্রামে অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থান দাফন সম্পন্ন হয়েছে। জানাজার নামাজে বিভিন্ন শ্রেনী পেশার কয়েক হাজার লোক উপসি’ত ছিলেন।
এদিকে, মাওলানা ওলিউর রাহমানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাকে শেষ বারের মতো এক নজর দেখতে গ্রামের বাড়িতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভীড় করেন।
বর্নাঢ্য জীবনের অধিকারী মাওলানা এটিএম ওলিউর ১৯৪৩ সালের ১ জুলাই বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের এলাহাবাদ তেলিকোনা গ্রামে সম্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তাঁর পিতা মরহুম পীর মশরফ আলী সে সময়ে এ অঞ্চলের খ্যাতিমান পীর ছিলেন। মা তেরাবান বিবি ছিলেন একজন ধার্মিক ও দানশীল ব্যক্তি ছিলেন। নিজ গৃহে বাবা-মায়ের তত্বাবধানে ও স্থানীয় মক্তবে কোরআন শিৰাসহ প্রাথমিক শিৰা শেষ করে সৎপুর মাদ্রাসার প্রতিষ্ঠাকালীণ সময়ে ভর্তি হন। ১৯৬৭ সালে কামিল পাস করেন। ১৯৬৮ সালে বুরাইয়া মাদ্রাসা কে দাখিল পর্যন্ত উন্নীত করার মাধ্যমে প্রতিষ্ঠানটি কে এগিয়ে নেয়ার সূচনা করেন।
বুরাইয়া কামিল মাদ্রাসায় মুহতামিমের দায়িত্ব পালনকালে ঢাকা আলীয়া মাদ্রাসা থেকে তিনি ফেকাহ বিভাগে ভর্তি হয়ে ১৯৬৮-৮৯ সালে কৃতিত্বের সাথে মুফতি পাস করেন। তাঁর অক্লান্ত পরিশ্রমে ১৯৬৯ সালে বুরাইয়া মাদ্রাসা দাখিল স্বীকৃতি লাভ করে। ১৯৭০ সালে নিজ বাড়িতে তাঁর পিতার নামানুসারে ‘মশারফিয়া এইডেড বালিকা বিদ্যালয় স্থাপন’ করে এলাকায় মেয়েদের শিৰার আলোয় আলোকিত করার দার উম্মোচন করেন। ১৯৭৩ সালে ‘তেলিকোনা ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার’ শিৰা কার্যক্রম শুর্ব করেন। ১৯৭৪ সালে মাদ্রাসার নামের কিছুটা পরিবর্তন এনে জামেয়া ইসলামিয়া তেলিকোনা নামকরণ করে দাখিল পর্যায়ে উন্নীত করেন। ১৯৬৮ সালে সিলেটের অন্যতম শিৰাবিদ ও পীর সৎপুর মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা মরহুম গোলাম হাফিজ এর প্রথম কন্যা মোছা রাবিয়া আক্তারের সঙ্গে শুভ পরিণয়ে আবদ্ধ হন। জীবনের শেষ বয়স পর্যন্ত আর রাহমান এডুকেশন ট্রাস্ট এর মাধ্যমে বিভিন্ন সেবা মূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।
স্থানীয়  রাজাগঞ্জ বাজারের পার্শ্ববর্তী মাঠে খাজাঞ্চী জানাজার পূর্বে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকীর পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট মিরাবাজার জামেয়া স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যৰ আব্দুল হান্নান, গোবিন্দগঞ্জ সিনিয়র মাদ্রাসার অধ্যৰ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, সৎপুর কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শাফিকুর রহমান, এলাহাবাদ আলিম মাদ্রাসার অধ্যৰ মাওলানা আবু তাহের মোহাম্মদ হোসাইন, সিলেট বন্দর বাজাররস্থ হাজী কুদরত উলৱাহ জামে মসজিদের ইমাম মাওলানা জমির উদ্দিন, বিশ্বনাথ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন, মরহুমের পুত্র মাওলানা নূর্বর রহমান ও মাওলানা সিদ্দিকুর রহমান।
জানাজার নামাজের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বুরাইয়া কামিল মাদ্রাসার অধ্যৰ মাওলানা আবুল হাসান মুহাম্মদ নূরুল হক, রামপাশা ইউপি চেয়ারম্যান আনোয়ার খান, হাজী কুদরত উলৱাহ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মতিন, জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের অধ্যৰ হাসমত উলৱাহ, ছাতক পেপারমিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা আব্দুশ শহীদ, অবসরপ্রাপ্ত প্রবীণ শিৰক মাস্টার নছির উদ্দিন খান, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর আব্দুল কাইয়ূম, বিশিষ্ট লেখক ও কলামিস্ট্‌ মাওলানা আব্দুল হাই জেহাদী, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির আহবায়ক এটিএম নূর উদ্দিন, ইউনিয়ন জামায়াতের সভাপতি আশিকুর রহমান, মাসিক বিশ্বনাথ ডাইজেস্টের সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দীন,ইউপি সদস্য মানিক মিয়া, এনামুল হক সহ বিভিন্ন শেণী পেশার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে মরহুমের মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
বিশ্বনাথের জনপ্রতিনিধিদের শোকঃ বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আহমেদ নূরউদ্দিন, বিশ্বনাথ ইউপি চেয়ারম্যান জালালউদ্দিন, লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, অলংকারী ইউপি চেয়ারম্যান লিলু মিয়া, খাজাঞ্চী ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, রামপাশা ইউপি চেয়ারম্যান আনোয়ার খান।
বিশ্বনাথ প্রেসক্লাবের শোকঃ বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারন সম্পাদক কাজী মুহাম্মদ জামালউদ্দিন, সহ-সাধারন সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কোষাধ্যৰ অসিত রঞ্জন দেব, কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম জুবায়ের, প্রনঞ্জয় বৈদ্য অপু, শহিদুর রহমান, এমদাদুর রহমান মিলাদ, সদস্য আব্দুস সালাম মুন্না, নূরউদ্দিন, জামাল মিয়া, রফিকুল ইসলাম কামাল, আবুল কাশেম।

Developed by: