মেসি-নেইমারের জাদুতে বার্সার জয়

লা লিগায় লিওনেল মেসি ও নেইমারের জাদুতে জয় পেয়েছে বার্সেলোনা। শনিবার আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে  ২-০ ব্যবধানে জয় তুলে নেন তারা। দলের পক্ষে দুইটি গোলই করেন ব্রাজিল তারকা নেইমার। আর এই দুই গোলের  জোগানদাতা আর্জেন্টিনা অধিনায়ক মেসি।
 1410672947
নিজেদের মাঠ নউয়ে ক্যাম্পে বিলবাওয়ের বিপক্ষে নতুন জার্সি পড়ে খেলতে নামে লুইস এনরিকের শিষ্যরা। প্রথমার্ধে মেসির গোলের প্রচেষ্টা থাকলেও শেষ পর্যন্ত গোলের দেখা পাওয়া যায়নি। দ্বিতীয়ার্ধের শুরুর দিকেও আশা জাগিয়ে গোল না পেলেও ৬৩তম মিনিটে মুনিরের বদলি হিসেবে মাঠে নেমে জাদু দেখান নেইমার। মেসি-নেইমার জোট বেধে নির্ধারিত সময়ের ১১ মিনিট বাকি থাকতে প্রথম গোলটি করেন নেইমার। ডি বক্সের বাইরে থেকে দেয়া মেসির পাস পেয়ে বাম পায়ের কোনাকুনি শটে বিলবাওয়ের জালে বল জড়ান তিনি। এর পাঁচ মিনিট পর মেসির এগিয়ে দেয়া বলে দ্বিতীয় গোলটি করেন নেইমার। ডান দিক থেকে বল পায়ে প্রতিপরে দুই খেলোয়াড়কে এড়িয়ে দুর্দান্ত গতিতে ছুটে গিয়ে ডি বক্সের মাঝখানে থাকা নেইমারকে পাস দেন মেসি। আর সেখান থেকে দ্বিতীয় গোলটি করেন তারকা খেলোয়াড় নেইমার।

Developed by: