যুক্তরাষ্ট্রের সাংবাদিকের শিরচ্ছেদ করেছে ইসলামিক স্টেট

71532_US Jur-2যুক্তরাষ্ট্রের এক সাংবাদিককে শিরচ্ছেদ করে তার ভিডিও ইন্টারনেটে পোস্ট করেছে জঙ্গিগোষ্ঠি ইসলামিক স্টেট। দুই সপ্তাহের মধ্যে এটি এ ধরনের দ্বিতীয় ভিডিও। ইসলামিক স্টেট জঙ্গিদের হাতে যুক্তরাষ্ট্রের সাংবাদিক স্টিভেন সটলফের শিরচ্ছেদের ভিডিওটি আসল কিনা তা যতোদ্রম্নত সম্ভব তারা খতিয়ে দেখছেন।
দুই সপ্তাহের মধ্যে এটি এ ধরনের দ্বিতীয় ভিডিও। ৩১ বছর বয়স্ক স্টিভেন সটলফকে ২০১৩ সালে সিরিয়া থেকে অপহরণ করা হয়।

গত মাসে অপর একজন যুক্তরাষ্ট্রের সাংবাদিক জেমস ফোলিকে শিরচ্ছেদের ভিডিওর শেষাংশে স্টিভেন সটলফকেও দেখানো হয়।

ইসলামিক স্টেট আগেই সতর্ক করে দিয়েছিল, ওয়াশিংটন যদি তাদের যোদ্ধাদের ওপর বিমান হামলা বন্ধ না করে তবে তারা দ্বিতীয় একজন সাংবাদিককে হত্যা করবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন সাকি এই বীভৎস হত্যাকা- েেড়্গাভ এবং ঘৃণা প্রকাশ করেন।

স্টিভেন সটলফকে হত্যার হুমকির পর তার মা একটি ভিডিওতে ইসলামিক স্টেট নেতার প্রতি ছেলের জীবনরড়্গার আবেদন জানিয়েছিলেন। ভিডিও প্রকাশের পর স্টিভেন সটলফের পরিবার জানিয়েছে, তারা ভিডিওটির খবর জানতে পেরেছে এবং শোক পালন করছে।

‘যুক্তরাষ্ট্রের কাছে দ্বিতীয় বার্তা’ শিরোনামে প্রকাশিত ভিডিওটি একটি মরম্নভূমিতে রেকর্ড করা হয়েছে বলে মনে হচ্ছে এবং মুখোশধারী একজন ছুরি হাতে স্টিভেন সটলফের পাশে দাঁড়িয়ে ছিল।

জিহাদিরা একজন ব্রিটিশ জিম্মিকে হত্যারও হুমকি দিয়েছে এবং সরকারগুলোকে ইসলামিক স্টেটের বিরোধী জোট থেকে সরে আসার আহ্বান জানিয়েছে।

Developed by: