রোটারী ক্লাব অব সিলেট গ্রীনের গভর্ণর ভিজিট ও সাপ্তাহিক সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার সন্ধায় নগরীর হলিসাইড হোটেলে ক্লাব সভাপতি রোটারীয়ান আব্দুল মতিন (পিএইচএফ) এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিষ্ট্রিক গভর্ণর ইঞ্জিনিয়ার এম লতিফ (এমপিএইচএফ)। প্রধান অতিথি তার বক্তব্যে রোটারী ক্লাবের নানা কর্মকান্ড সঠিকভাবে পালনের জন্য রোটারী ক্লাব অব সিলেট গ্রীন কে সাধুবাদ জানান। সারাবিশ্বে রোটারী আন্দোলন আরও সক্রিয় করার জন্য সদস্য বাড়ানোর আহবান জানান। তিনি আশাপ্রকাশ করে বলেন, রোটারী ক্লাব অব সিলেট গ্রীন অত্যান্ত ভাল কয়েকটি প্রজেক্ট সম্পন্ন করেছে। তিনি আরও বলেন, এই ক্লাব সমাজের উপকারে আসবে আগামীতে এ ধরনের আরও কাজ করবে ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসিস্টেন্ট গভর্ণর পিপি এডভোকেট মো: বদরুল হোসেন। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন রোটারীয়ান পিডিডিজি এডভোকেট আব্দুল মালেক, আব্দুল কালাম আজাদ খান, আব্দুল হাদী তুহিন (পিএইচএফ), শেখ নুরুল ইসলাম খালেদ, মো: জহির হোসেন, অশীষ ভট্যাচার্জ, মো: মাহবুব হোসেন, আব্দুল মুকিত আজাদ, প্রদূৎ রায়, এস এন ব্রজন্দ্র চন্দ্র দাস, মোহাম্মদ ফারুক আহমদ, শান্তী রানী সিনহা, শ্যামল অধিকারী, রাফী ইব্রাহীম, সঞ্জীব রয়, হরিপদ দে, মো: মাহবুব খান, মোহাম্মদ জুয়েল আহমদ, মো: ওয়াহিদ আলম চৌধুরী, পারবিন বেগম এবং এজে মাসুদ রানা প্রমুখ।