ডিজনির সি ই ও, নিঃসন্দেহে বিশ্বের সফলদের অন্যতম এই ব্যক্তি ছুটির দিনটিতেও ভোর সাড়ে চারটায় ঘুম থেকে ওঠার অভ্যাসটাকে ধরে রাখেন। তাঁর মতে সফল হতে চাইলে ছুটির দিনেও বেলা ১২ টা পর্যন্ত পড়ে পড়ে ঘুমুবার অভ্যাসটা ত্যাগ করতেই হবে! কোন শর্টকাট নেই!
২। “গুরুত্বপূর্ণ কাজগুলোকে বাছাই করার দিন এটি”-স্টিভ জবসঃ
ছুটির দিনটা হল, সারা সপ্তাহে আপনার ভুলে যাওয়া ছোট ছোট গুরুত্বপূর্ণ কাজগুলোকে মনে করে পরের সপ্তাহের জন্যে সাজিয়ে নেয়ার দিন। এই কাজটাই করতেন তিনি তার ছুটির দিনে। তবে তার মানে এটা নয় যে তিনি ছুটির দিনেও কাজের কথাই কেবল ভাবতেন। কেননা সারা সপ্তাহের না করা কাজের ভেতর পরিবারকে সময় দেয়াটাও আছে। তাই ছুটির দিনে সেটাকেও পূর্ণ মাত্রায় করতেন তিনি।
৩। “শখগুলো চর্চার পারফেক্ট দিন এটি”-ওয়ারেন বাফেটঃ
বিশ শতকের সবচেয়ে সফল এই বিনিয়োগকারী তার ছুটির দিনটি কাটান খেলাধুলা করে। এটিই তার শখ। সফল ব্যক্তিরা সব সময়েই বেশ কৌতুহলোদ্দীপক। শখ দ্বারাও অনেক কিছু করা সম্ভব। কেননা দলীয় খেলার মাধ্যমে যেমন চেনাজানার গন্ডী বড় হয় তেমনি একাকী সৃজনশীল কোন শখ যেমন ছবি আঁকার মাধ্যমেও খুঁজে পাওয়া যায় মানসিক প্রশান্তি!
৪। “স্থির হয়ে বসে থাকার চর্চা” -অপরাহ উইনফ্রেঃ
ছুটির দিনে সকাল বিকাল দুই বেলা কমপক্ষে ২০ মিনিট করে স্থির হয়ে বসে থাকতে পছন্দ করেন ফোর্বস ম্যাগাজনের জরিপে ২০১৩ সালের সেরা এই সেলিব্রিটি। বলা চলে মেডিটেশন। কেননা সারা সপ্তাহের মিডিয়া, সামাজিকতা, কাজ আর যোগাযোগ সব মিলিয়ে নিজেকে ক্লান্তি থেকে উজ্জীবিত রাখার জন্যে ছুটির দিনের এই মেডিটেশন তাকে সামনের দিনগুলোর জন্যে শক্তি যোগায়।
৫। “নিজের ভুলগুলোকে মনে করে শুধরে নেবার দিন”- বিল গেটসঃ
তাঁকে বলা যায় বিশ্বের সফলতম একজন মানুষ। সাফল্যের জোয়ারে ভাসতে থাকা এ মানুষটি প্রতিনিয়ত শিখতে ভালোবাসেন। আর তাই নিজের ছুটির দিনটিকে তিনি পেছনে ফিরে তাকাবার জন্যে নির্ধারিত রাখেন। নিজের ভুলগুলো নিয়ে অনুশোচনা নয়, বরং শিক্ষালাভের জন্যেই ছুটির দিনে নিজের ভুলগুলোকে মনে করা ও শিক্ষালাভের দিন হিসেবে নির্ধারিত রাখেন তিনি।
৬। “আর্তমানবতার সেবায় নিয়োজত হবার দিন”, রিচার্ড ব্র্যান্সনঃ
এই বিলিওনিয়ার মনে করেন, “দান করলে কেউ গরীব হয়ে যায় না” তাই তিনি চেষ্টা করেন তার ছুটির দিনগুলোতে সমাজের দুস্থ মানুষদের জন্যে কিছু করতে। তিনি ছুটির দিনগুলোতে সমাজসেবামূলক বিভিন্ন কর্মকান্ডে অংশ নেন।
৭। “দৌড়ের উপরেই থাকতে হবে”-এনা উইনট্যুরঃ
বিশ্বখ্যাত “ভোগ”ম্যাগাজিনের এ্ডিটর ইন চিফ প্রতিদিন এক ঘন্টা টেনিস খেলেন। তার মতে, দেহের সচলতা না থাকলে মনের সৃজনশীলতা থাকা কঠিন। তাই ছুটির দিনেও দৌড়ের উপর, অর্থাৎ শারীরিক পরিশ্রম ব্যায়াম বাদ দিয়ে ঘুমোনো যাবে না একদমই!
৮। “দিনটা শুধুই পরিকল্পনার”-জ্যাক ডরসিঃ
সফল মানুষদের গোপণ সূত্র নিহিত থাকে তাদের ছুটির দিনেই। কেননা এই দিনটি পরিকল্পনার। তার মতে, ছুটির দিনে আপনি যত ভালো পরিকল্পনা করবেন, তত ভালোভাবে আগামী সপ্তাহটার কাজ এগিয়ে যাবে। সুতরাং কাজের দিনগুলোকে কাজে লাগাতে হলে ছুটির দিনটায় মাথা ঠান্ডা করে প্ল্যান করতে বসুন
৯। “ছুটির দিন বলে কিছু নেই”- জে জেডঃ
“আপনি যদি সপ্তাহে মাত্র ৫ দিন কাজ করে বিলিওনিয়ার হতে চান এবং সপ্তাহের ছুটির দিনগুলো অতি আরাম আয়েশে কাটাতে চান, তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না”। বলেন বিখ্যাত র্যাপ গায়ক ও সফল উদ্যোক্তা জে জেড। তার মতে আপনি সফল হতে চাইলে ঘুমুবার সময়েও একটা চোখ খোলা রেখে ঘুমুতে হবে। ছুটির দিন বলে যে কিছু একটা আছে, এটা উনি মানতেই চান না।
বেশ অদ্ভুত লাগছে নিশ্চয়ই! এবার ঠিক করুন, কীভাবে কাটাবেন আপনার ছুটির দিনটাকে!