১৭ সেপ্টেম্বর সিটি পয়েন্টে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের বিক্ষোভ সমাবেশ

0-03দীর্ঘ ২৯ মাসেও বিএনপি’র নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীকে ফেরত না দেওয়ার প্রতিবাদে এবং অবিলম্বে ইলিয়াস আলীকে ফেরত দেওয়ার দাবীতে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ এর উদ্যোগে ১৭ সেপ্টেম্বর বুধবার বিকাল ৩টায় নগরীর সিটি পয়েন্ট থেকে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। জেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব এডভোকেট শামীম সিদ্দিকীর সভাপতিত্বে গতকাল সোমবার সন্ধ্যায় মিরাবাজারস্থ কার্যালয়ে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন ফখরুল ইসলাম ফারুক, নাজিম উদ্দিন লস্কর, ফয়েজ আহমদ দৌলত, আনহার মিয়া, মাসুক আহমদ, পাপিয়া চৌধুরী, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, আব্দুল আহাদ খান জামাল, কাউন্সিলর সালেহা কবীর শেপী, অধ্যাপক আজমল হোসেন রায়হান, জাকির হোসেন, শহীদ আহমদ চেয়ারম্যান, মতিউল বারী চৌধূরী খুর্শেদ, সোয়াদ রব চৌধুরী, আমিনুজ্জামান জোয়াহির, আমিনুল হক বেলাল, সহিদ আহমদ, আব্দুল্লাহ আল মামুন, অর্পন ঘোষ, শামীম আহমদ, তছির আলী, আব্দুল কাইয়ুম, কাহের আহমদ, ইমু চৌধুরী, হামিদ হোসেন, বদরুল আজাদ রানা, ফাহিম রহমান মৌসুম, এস.এম.আখতার, মুশফিকুর রহমান মনি, আবু তাহের শিশু, আবু আম্বিয়া, জাকারিয়া আহমদ, তরিকুল ইসলাম, আব্দুন মোতাকাব্বির সাকী, দেলোয়ার হোসেন, আবু ইয়ামিন চৌধূরী, জুবের আহমদ, ইমরান আহমদ সেতু, শেখ শাহান তালুকদার, আব্দুস সালাম, জাকির আহমদ, মনিরুজ্জামান মিজান, এ. ইউ মিজান, মাসুম আহমদ, শ্যামল আহমদ, ইয়াহিয়া আলম শুভ, সুজাত আহমদ, আফজল হোসেন, সায়মন আহমদ, জয়নুল হক, শায়েক চৌধুরী, জুনেদ তালুকদার, এমরান হোসেন ইমরান, জামিনুল ইসলাম জামি, হাসান মাসকুর চৌধুরী, রাজিব আহমদ, এবাদুর রহমান এবাদ, রুবেল আহমদ, বাবুল আহমদ, সালমান আহমদ, শাহজাহান চৌধুরী, সামিউল হাসান সামি, হাসানুজ্জামান পিন্টু, জিহাদুল ইসলাম, শিহাব আহমদ, শাহান আহমদ, জাবেদ আহমদ, মোহাম্মদ পারভেজ, অমিত হাসান প্রমুখ।

সভায় কারাগারে আটক মহানগর ছাত্রদল নেতা ও ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক এমদাদ বকস, ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল হান্নান, যুগ্ম আহবায়ক আব্দুশ শুকুর, ছাত্রদল নেতা সম্রাট সহ গ্রেফতারকৃত সকল নেতা কর্মীর নিঃশর্ত মুক্তির দাবী জানানো হয়। সভায় অপর এক প্রস্তাবে দূরারোগ্যব্যাধিতে আক্রান্ত ওসমানী নগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলাল আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক ইফতেখার আহমদ খোকনের রোগ মুক্তি কামনা করা হয়।

Developed by: