এমএমসি কর্তৃক সিলেট বিভাগের ইন্টার্ণ প্রাপ্ত সাংবাদিকদের মধ্যেবর্তী মূল্যায়ন সংক্রান্ত এক কর্মশালা অনুষ্টিত হয়েছে। গতকাল সোমবার এমএমসি’র সিলেট কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এমএমসি’র মনিটরিং অফিসার তাজমুন নাহার লিজার সঞ্চলনায় কর্মশালায় ইন্টার্ণ পরামর্শক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক সিও প্রকৃতি সাইফউদ্দিন সবুজ, এমএমসি প্রকল্প পরিচালক মোসাব্বের হোসেন, মনিটরিং এন্ড রির্সাস অফিসার আক্তারী নুর, রির্সাস অফিসার হাবিবুল আলম।
এ কর্মশালায় অংশগ্রহন করেন সিলেট জেলার দৈনিক সিলেটের ডাকের ইউনূছ চৌধুরী, দৈনিক জালালাবাদের আশরাফুল ইসলাম ইমরান, দৈনিক সিলেট সংলাপের আসমা-উল হুসনা, হবিগঞ্জ থেকে পত্রিকাশিত দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস এর সিনিয়র স্টাফ রিপোর্টার এম কাউছার আহমেদ, দৈনিক সুনামগঞ্জ খবরের আশিকুর রহমান পীর, সাপ্তাহিক সুনাম কণ্ঠের শুভজিৎ সেন রায় আপন ও মৌলভী বাজার থেকে পাতাকুঁড়ি দেশ পত্রিকার হাসনা বানু নীলা ও সাপ্তাহিক পূর্ব দিকের মহসিন মুরাদ।
সভায় ইন্টার্ণ প্রাপ্ত সাংবাদিকদের ম্যাপ ইস্যু ভিত্তিক সংবাদ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকাশিত সংবাদ নিয়ে পর্যালোচনা হয়।

