জামায়াতে ইসলামীর সাবেক আমির ও মানবতা-বিরোধী অপরাধের দায়ে ৯০ বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামি গোলাম আযমকে বৃহস্পতিবার আবার আইসিউতে নেয়া হয়েছে। বেলা ১১টার দিকে তার রক্তচাপ কমে যাওয়ায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে কার্ডিয়াক আইসিউতে স্থানান্তর করা হয়। তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। এর আগেও তাকে দুবার হাসপাতালের আইসিইউতে চিকিত্সা দেয়া হয়েছিল।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক আব্দুল মজিদ ভুঁইয়া জানিয়েছেন— বুধবার বিকাল থেকেই গোলাম আযমের শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটে। তবে তিনি সংকটাপন্ন নন।