আনন্দে আনন্দে ঈদ বিকাল মাসিক বাসিয়ার ঈদ মোলাকাত

03ঈদুল আযহার দিন বিকেলে মাসিক বাসিয়া পত্রিকার প থেকে ঈদ মোলাকাতের আয়োজন করা হয়। বিকেলে সম্পাদকের বাসভবনে ঈদ মোলাকাতে অংশ নেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা। পুরো বিকেল কাটে ঈদ আনন্দে। উপস্থিত সকলে তাদের প্রাণঢালা অনুভূতি ব্যক্ত করেন। হাসি আনন্দে কাটে সুন্দর বিকাল।
মাসিক বাসিয়া পত্রিকা ও অনলাইন বাসিয়া টুয়ান্টিফোর ডট কম এর সম্পাদক মোহাম্মদ নওয়াব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের কণ্ঠ শিল্পী বীর মুক্তিযোদ্ধা মো. ইসরাইল মিয়া ও হাজী তোয়াব আলী।
আয়োজনে উপস্থিত ছিলেন হাছনা বেগম, রাজন আহমদ, মকসুদ আহমদ বাসিত, কলসুমা আক্তার মাসুদা, সালমা আক্তার মাহমুদা, শুকরিয়া আক্তার তানজিনা, সুলতানা বেগম, রিমা বেগম, সুয়ারা আক্তার তামান্না, ফারজানা বেগম, রায়হান আহমদ, মো. সুরমান আলী, আজাদুর রহমান সুমন, সোহাগ আহমদ, দুলাল আহমদ, মাজেদুর রহমান শিপন, শামীম আহমদ, কামরান আহমদ, মো. রহিম উদ্দিন, জুবায়ের আহমদ, জাহেদ আহমদ, মারুফ আহমদ, মো. মুহিবুর রহমান. আতিকুর রহমান আতিক, আল আমিন, সাহিবা আফরিন তাহমিনা ও তাসলিম বিনতে নওয়াব প্রমুখ।

Developed by: