আর্জেন্টিনা ম্যাচে ক্ষতির মুখে হংকং

আর্জেন্টিনার কাছে দেশের মাটিতে বিশাল ব্যবধানের হার নিয়ে তেমন চিন্তিত নয় হংকং। বরং গত বিশ্বকাপের রানার্সআপ এবং ফিফা র্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা দল আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচেও গ্যালারির অর্ধেকের বেশি টিকেট অবিক্রিত থাকাটাই বেশি ভাবাচ্ছে দেশটির ফুটবল সংস্থাকে।

আর্জেন্টিনার কাছে ৭-০ গোলে হারের ম্যাচে ৪০ হাজার আসনের হংকং স্টেডিয়ামে মাত্র ২০ হাজার ২৩০ জন দর্শক ছিলেন।

লাতিন আমেরিকার পরাশক্তিদের বিপক্ষে দেশের মাটিতে ম্যাচটি আয়োজন করতে তিন কোটি হংকং ডলার বা ২৪ লাখ ৩০ হাজার পাউন্ড খরচ হয় হংকংয়ের। এক মাস আগে স্থানীয় একটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছিল, আর্জেন্টিনার বিপক্ষে গ্যালারি-ভর্তি দর্শক হলেই কেবল ম্যাচটি আয়োজনের খরচ পুষিয়ে নিতে পারবে আয়োজকরা।

আশা অনুযায়ী দর্শক না হওয়ায় এখন অনেক ক্ষতির মুখে পড়তে হয়েছে হংকং ফুটবল অ্যাসোসিয়েশনকে।

Developed by: