আবারও মিডিয়ায় আত্মহত্যার মতো আরেক দুঃসংবাদ। হুমায়ূন আহমেদের বিখ্যাত টিভি সিরিজ এইসব দিনরাত্রি’র সেই টুনি আত্মহত্যা করেছেন। পুরো নাম নায়ার রহমান লোপা। বৃহস্পতিবার সন্ধ্যার দিকেই নিজের বেডরুমেই এই ঘটনা ঘটে বলে জানা যায়। শুক্রবার বিকেলে রিপোর্ট লেখা পর্যন্ত তার লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গেই ছিল।
পরিবারের পক্ষ থেকে এই ঘটনার কারণ কিছুই জানাচ্ছেন না তারা। বিমর্ষ পরিবারের সদস্যদের বিক্ষিপ্তভাবে হাসপাতাল চত্ত্বরে ছোটাছুটি করতে দেখা যাচ্ছে। মিডিয়ার লোকজনকে দেখলেই তারা এড়িয়ে যাচ্ছেন।
তবে লোপার বন্ধুবান্ধবেরা ধারণা করে বলছেন, সাংসারিক কলহের জের ধরেই এই ঘটনা ঘটতে পারে। লোপার সংসার জীবনে দুই সন্তান। দীর্ঘদিন মিডিয়া থেকে বিরতি নিয়ে বছর কয়েক ধরে বিচ্ছিন্নভাবে নাটকে কাজ করছিলেন তিনি।